Thikana News
২২ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর

ব্রাজিল সমর্থকদের জন্য সুখবর ছবি : সংগৃহীত
মাঠে সময়টা মোটেও ভালো যাচ্ছে না ব্রাজিলের। বিশ্বকাপের পর কোপা আমেরিকাতেও ব্যর্থ সেলেসাওরা। নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারছে না তারা। ইনজুরির কারণে দলটির তারকা ফুটবলার নেইমারও মাঠে বাইরে প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে। এবার নেইমারকে নিয়ে মিলল সুখবর। 

চোট কাটিয়ে এখন অনেকটা সুস্থ নেইমার। মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রও অপেক্ষায় নেইমারের। তবে তাকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজী নন এই কোচ।

ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনে প্রকাশিত সংবাদ অনুযায়ী, অক্টোবরে চিলির বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার। 

নেইমারকে নিয়ে ব্রাজিলের কোচ বলেন, ‘নেইমারকে খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তার উন্নতি হচ্ছে। এটি খুবই কঠিন একটি চোট, লোকেরা যেমন বলে এতো সহজ নয়। তাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। এক্ষেত্রে তাড়াহুড়ো করার সুযোগ নেই।’

তারকা ফুটবলারকে প্রশংসায় ভাসিয়ে দরিভাল আরও বলেন, ‘নেইমার গড়পড়তার চেয়ে অনেক উপরের খেলোয়াড়, এটা সবাই জানে এবং সে আমার দলে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে এটাই স্বাভাবিক।’

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স