Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ভারতকে দিশেহারা করে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ

ভারতকে দিশেহারা করে প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে বাংলাদেশ ছবি : সংগৃহীত
বল দখল, গতি কিংবা আক্রমণ; বাংলাদেশের ফুটবলারদের সঙ্গে কিছুতেই কুলিয়ে উঠতে পারেনি ভারতের ফুটবলাররা। আক্রমণের ঢেউ তুলে ভারতকে দিশেহারা করে ফেলেন তহুরা-শামসুন্নাহাররা। প্রথমার্ধেই ৩-১ গোলে এগিয়ে গেল বাংলাদেশ।

সাফ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। আজ দুই পরিবর্তন নিয়ে খেলতে নামে বর্তমান চ্যাম্পিয়নরা। ফেরানো হয় মারিয়া মান্দা ও মাসুরা পারভিনকে। তাতেই যেন খেলার ধার বেড়ে যায়।

বাংলাদেশের হয়ে গোলের সূচনা করেন আফিইদা খন্দকার। ১৯তম মিনিটে জটলার মধ্যে থেকে দুর্দান্ত এক গোল আদায় করে নেন তিনি। ২৮ মিনিটের মাথায় দলের ব্যবধান বাড়ান তহুরা খাতুন। ভারতের গোলকিপারের ভুলে আসে এই গোল। এর কিছুক্ষণ পর সুযোগ পেলেও শামসুন্নাহার বল গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন। 

৩৪ মিনিটে বাংলাদেশের গোলকিপার রূপনা চাকমাকে একা পেয়েও গোল করতে পারেননি ভারতের নারী ফুটবলের কিংবদন্তি ভালা দেবি। দুর্দান্ত সেভ করেন বাংলাদেশের গোলকিপার। ৪২তম মিনিটে নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন তহুরা। তার বুলেটগতির শটে ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। 

প্রধমার্ধ জুড়ে দুর্দান্ত গোলকিপিং করলেও ৪৩ মিনিটের মাথায় ভুল করে বসেন রূপনা চাকমা। দূরপাল্লার শটে গোল পেয়ে যায় ভারত। 

প্রথমার্ধে ভারতের তিন শটের জায়গায় বাংলাদেশ শট নেয় ৬টি। লক্ষ্যে রাখা ৪ শটের মধ্যে ৩টিতেই গোল আদায় করে বাংলাদেশ। ভারত লক্ষ্যে শট রেখেছিল ৩টি। প্রথমার্ধে হলুদ কার্ড হজম করেন রূপনা। 


ঠিকানা/এএস 

কমেন্ট বক্স