Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

হল্যান্ডের ২৫তম হ্যাটট্রিকে নরওয়ের জয়

হল্যান্ডের ২৫তম হ্যাটট্রিকে নরওয়ের জয় ছবি : সংগৃহীত
উয়েফা নেশন্স লিগে ‘বি’ লিগের তিন নম্বর গ্রুপে আর্লিং হল্যান্ডের হ্যাটট্রিকে কাজাখস্তানের বিপক্ষে ৫-০ গোলের বিশাল জয় পেয়েছে নরওয়ে। ১৭ নভেম্বর (রবিবার) রাতের এই জয়ে ‘বি’ লিগ থেকে ‘এ’ লিগে উঠেছে নরওয়ে।

গ্রুপে ছয় ম্যাচ পর চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে নরওয়ে। ১১ পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রিয়া। তিনে থাকা স্লোভেনিয়ার ৮ পয়েন্ট ও তলানিতে থাকা কাজখস্তানের পয়েন্ট ১।

এদিন ম্যাচের ২৩তম মিনিটে নিজের প্রথম গোল পান হল্যান্ড। ৩৭ মিনিটে হেডে নিজের দ্বিতীয় গোল আদায় করেন তিনি। আর হ্যাটট্রিক পূরণ করেন ৭১তম মিনিটে, বক্সের বাইরে থেকে নেওয়া দুর্দান্ত একটি শটে। ক্লাব ও জাতীয় দলের হয়ে এটি তার ২৫তম হ্যাটট্রিক। এর মধ্যে চারটি করেন দেশের হয়ে। 

এদিকে, দারুণ জয়ে উয়েফা নেশন্স লিগের শীর্ষ পর্যায়ে ফিরল ইংল্যান্ডও। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছেন ইংলিশরা। প্রথমে দলটিকে এগিয়ে নেন কেইন। পরে আইরিশদের জালে আরও চারবার বল পাঠান অ্যান্ডনি গর্ডন, কনর গ্যালাঘার, জ্যারড বোয়েন ও টেইলর হারউড-বেলিস।

‘বি’ লিগের দুই নম্বর গ্রুপে ছয় ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট ইংল্যান্ডের। গ্রুপের আরেক ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারানো গ্রিসের পয়েন্টও ১৫। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় প্লে-অফ খেলতে হবে তাদের। গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে তিনে আয়ারল্যান্ড। আর ছয় ম্যাচের সবগুলোই হেরেছে ফিনল্যান্ড।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স