Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

আইপিএল নিলামে ১৩ বছরে নাম লেখানো কে এই সূর্যবংশী

আইপিএল নিলামে ১৩ বছরে নাম লেখানো কে এই সূর্যবংশী বৈভব রাজবংশী। ছবি: সংগৃহীত
২০২৫ সালের আইপিএল নিলাম উপলক্ষে নিবন্ধিত খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ভারতের ক্রিকেট সংস্থা বিসিসিআই। সেখানে একটি নাম বেশ আলোচিত হচ্ছে। তিনি ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সূর্যবংশী। এরই মধ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারত দলে খেলতে ডাক পেয়েছেন বিহারের এই ক্রিকেটার।

আইপিএলের মেগা নিলামে বৈভব কোনো দল পাবেন কি না সেটি পরের বিষয়, তবে নিলামে জায়গা করে নিয়ে ইতিহাসের অংশ হয়ে উঠেছেন তিনি। ২০১১ সালে জন্ম নেওয়া এই ক্রিকেটার তার ক্রিকেটীয় প্রতিভা দেখানো শুরু করেন ৪ বছর বয়স থেকেই। বৈভবের বাবা সঞ্জীব ক্রিকেটের প্রতি ছেলের আবেগ লক্ষ্য করেন এবং বাড়ির পিছনের উঠানে তার জন্য একটি ছোট খেলার জায়গা তৈরি করার সিদ্ধান্ত নেন।

৯ বছর বয়সে নিকটস্থ শহর সমস্তিপুরের একটি ক্রিকেট একাডেমিতে বৈভবকে ভর্তি করে দেন তার বাবা। আশেপাশে থাকা লোকদের বুঝে নিতে দেরি হয়নি যে বয়সের তুলনায় বৈভব অনেক এগিয়ে আছে।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বৈভব বলেন, ‘সেখানে (সমস্তিপুর একাডেমি) আড়াই বছর অনুশীলন করার পর আমি বিজয় মার্চেন্ট ট্রফির অনূর্ধ্ব-১৬ দলের জন্য ট্রায়াল দিয়েছিলাম। বয়সের কারণে আমাকে স্ট্যান্ডবাই রাখা হয়েছিল। তবে সৃষ্টিকর্তার রহমতে আমি রঞ্জি খেলোয়াড় মনীশ ওঝা স্যারের অধীনে কোচিং শুরু করি। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন এবং আমি আজ যা আছি, তার কারণেই।’

মাত্র ১২ বছর বয়সে বিহারের হয়ে ভিনু মানকড় ট্রফিতে খেলেছেন বৈভব। সেখানে ৫ ম্যাচে প্রায় চার শ রান করেন তিনি। বিহার ক্রিকেটে নাম করতেও বেশিদিন লাগেনি তার। ১২ বছর বয়সেই বিহারের হয়ে খেলা শুরু করেন তিনি। সম্প্রতি চেন্নাইতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের একটি ম্যাচে ৫৮ বলে সেঞ্চুরি করে নিজের প্রতিভার প্রমাণ দেন বৈভব।

চলতি বছরের জানুয়ারিতে পাটনায় মুম্বাইয়ের বিপক্ষে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় বৈভবের। তখন তার বয়স মাত্র ১২ বছর ২৮৪ দিন। ১৯৮৬ সালের পর প্রথম শ্রেণিতে অভিষিক্ত সর্বকনিষ্ঠ ক্রিকেটার তিনি। এই বছরের সেপ্টেম্বরে চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব টেস্ট ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ দলে অভিষেক হয়েছিল বৈভবের। রান আউট হওয়ার আগে তিনি ৬২ বলে ১০৪ রান করেন।

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স