Thikana News
০৮ সেপ্টেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

তোমার দু’চোখে...

তোমার দু’চোখে...


যখন তোমার চোখে চোখ রাখি; শুধু তোমাকেই দেখি-
মুগ্ধ আবেশে তুমি বিহ্বল; সেই অনুরাগ মাখি-
আমার দু’চোখে। আর কিছু নেই; আমার ভুবনে-মনে,
তোমার চোখের তারার নাচন; তার কম্পন গুণে-

ক্ষণ চলে যায়; প্রহর গড়ায়-গুণে গুণে হয় ভুল,
বেরসিক হানা দেয় বারে বারে; কপালের কালো চুল-
দুই চোখ ঢেকে; বাউরী বাতাসে-আমার দৃষ্টি স্থির,
তুমি ছাড়া যেন আর কিছু নেই; আমার এই পৃথিবীর।

আমি দেখি ওই চোখের মণিতে; আমার স্পষ্ট ছায়া,
তুমি দেখো মুখ; আমার দু’চোখে-বাড়ে প্রেম, বাড়ে মায়া।
যে মায়া বোঝেনি পৃথিবীর কেউ, অতীত-বর্তমানে,
তার টানে টলি মাতালের মতো; দুয়ে দুজনার পানে।

আমরা দুজনে দুজনায় মিশি; আলো ও অন্ধকারে,
অবহেলে দেই পুরো পৃথিবীর; কোলাহল ঠেলে দূরে।
পৃথিবীর পাশে আরেক পৃথিবী; আমরা দুজনে গড়ি,
মধুর বেদনা; মধু যাতনার-সাথে রোজ রোজ লড়ি।

যেখানে শুধুই বুকে ভালোবাসা; অনন্ত বিশ্বাস,
যেখানে সত্য আর সুন্দরে-পাশাপাশি বসবাস,
যেখানে আশার স্ফীত স্রোতোধারা-বয়ে যায় নিরবধি,
যেখানে জীবন নিত্য প্রবাহ-সুখের বহতা নদী।

আমি শুধু দেখি; তোমাকেই দেখি-মনে আর দুই চোখে,
স্বপ্নের সীমা পার হয়ে ভাসি-চির আনন্দলোকে।
 

কমেন্ট বক্স