Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নিয়ম ও শৃঙ্খলা

নিয়ম ও শৃঙ্খলা
নিয়মের তারে সবকিছু বাঁধা ভুল নেই কিছু তাতে,
শৃঙ্খলা ঘিরে চলছে জগৎ নিয়মে সবাই মাতে।
মহাবিশ্বের যাবতীয় সব শৃঙ্খলা মেনে চলে,
ব্যত্যয় কিছু হয় না কখনো নিয়ম যে তাকে বলে!

গ্রহ তারা সব নিয়মের অধীন মেনে হয় দিনরাত,
একটার সাথে একটার যোগ করে যায় রেখাপাত।
প্রকৃতির সাথে শৃঙ্খলা যেন মিলেমিশে একাকার,
চলে সবকিছু সুন্দরভাবে অধীনতা মেনে তাঁর।

শৃঙ্খলা ছাড়া চলে না জীবন প্রকৃতি শেখায় ডেকে,
শৃঙ্খলা ছাড়া ভেসে যায় সব প্রত্যাশা যায় বেঁকে।
নিয়ম মানলে ঠিক তাকে সব অনিয়মে ছারখার,
নিয়মের মাঝে ঝলসায় আলো সুন্দরে খুলে দ্বার।

নিয়মকে যারা মেনেছে জীবনে সফলতা এসে তারে,
দাঁড় করে দেয় আলোর সামনে সবার নজর কাড়ে!
রাষ্ট্রসমাজ পরিবার বলো চলে না নিয়ম ছাড়া,
নিয়ম মানুষে ধরে রাখে পথে বানায় আকাশে তারা।
 

কমেন্ট বক্স