চাইবার কিছু নেই, আজ, এই বিদায়ের ক্ষণে
দিয়েছি অনল প্রেম
বুকভাঙা স্মৃতিফ্রেম
এইটুকু চিরকাল, সযতনে, রেখে দিয়ো মনে।
যেটুকু করেছ দান, এই নিয়ে করি শান, নিতি
ভেতরে ব্যথার শোর
তুমুল মেঘের ঘোর
সে-ও ভাবি তোমারই, বুক চিরে, দেওয়া কোন প্রীতি।
কণ্টক পথ যত, কাঁটাহীন, হোক তব, আজ
ছায়া পেতে ছিলে রোজ
ইতিউতি নিয়ে খোঁজ
সে-ও কম কিসে? এইটুকু ভাবি, ছায়া কারুকাজ।