Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

দ্বন্দ্বে জাতিস্মর

দ্বন্দ্বে জাতিস্মর
ঘাসের শরীরে জীবনের বুনো গন্ধে
ঘাসফুল আমি ফুটেছি আপন রোমন্থনে!
তুমি বোঝো কি সে-কতটা কাতর আমি
কোন এক প্রাচীন দিনের কদম বৃষ্টিতে?

সৃষ্টি! সৃষ্টি বলে যারা দিনরাত জাবর কাটে-
দেহহীন বাঁচার আশায় নিদ্রাহীনতায় ভোগে...
আমি বলেছি তাদের পাতার রসুইঘরে
ক্লোরোপ্লাস্ট চেখে নিতে! আর জানতে
বুড়ির পুকুরে কেন শেকলের বুদ্বুদ ওঠে!

সবুজ শেওলায় পিচ্ছিল ঘাটে
গত জন্মে যে গিয়েছি ডুবে...!
জল, জল, এত জল...
জলের অতলান্তিকে শুধু জল।
বাদামি-সবুজ ডায়াটম-সংশ্লেষে শৈবালÑ
শরীর চুয়ে সর্বগ্রাসে, চতুর্দিকে
কোষের প্রাচীর ভাঙার হরতাল!
মাৎস্যন্যায়ে নিভেছে আগুন, ধবল কঙ্কাল!
ধীবরের জালে আটকে আছে জাতিস্মর এ জীবন!

বলতে কি পারো, কতকাল এই মহাকাল?
চক্রে-বিচক্রে অন্যের শরীরে
আমি আর ঘুরব কতকাল?
 

কমেন্ট বক্স