Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

গহিনের প্রশ্ন!

গহিনের প্রশ্ন!
চঞ্চল উড়ো উড়ো মন-দিকহারা পালতোলা নৌকার মতো
কত ছুটবে দিগ্বিদিক?
জানালার ও ধারে দেখো-কত বুনো ফুল,
দীর্ঘশ্বাস নয়, তোমার কোমল স্পর্শ ওদের কাম্য,
না মেলানো হিসাব ফেলে-এসো, বসো পাশে,
শীতের সকালের নিস্তব্ধ পুকুর জলের মতোÑশান্ত, নিটল মৌনতায়!

সংসারে একে অন্যের-
ভালো রাখা না রাখার আদ্যোপান্ত-
জলে ভাসবার, জ্বলে মারবার-চুলচেরা কৌশল,
দুজনেই জানি নিখুঁত!
মুক্তোর হাসি নাকি কান্নার-
না দেখেও বলে দিতে পারি একদম ঠিক ঠিক!

কিছু প্রশ্নের উত্তর খুঁজছি-আজ বহু বছর,
একবার শুনলেই জীবন হবে পূর্ণ,
কথা দাও-সত্যি বলবে-কষ্ট পাব জেনেও।

এই তো সেদিনের কথা-অপেক্ষা আর অপেক্ষা,
তারও কত বছর পর প্রথম দেখা।
ফোনের ওপার হতে সরাসরি এ পারে-ভড়কে গিয়েছিলাম তখন।
হাত বাড়ালেই ছুঁতে পারা-এও ছিল সম্ভব?
তোমার চোখে-মুখে সে কী মুগ্ধতা-আড় চোখে বুঝে নিয়েছিল মন।
আচ্ছা, অফিস ফিরে দরজা খুলেই আমায় যখন দেখো আজকাল,
জাগে স্বাদ? মনে কি পড়ে-আমায় ছোঁয়ার সেই আকুতি?

না-যদি হয় জবাব, বলে ফেলো।
সত্যিটা জেনে চুপ থাকব বাকিটা জীবন।
কিন্তু অন্যটা যদি হয় উত্তর,
মুখ ফুটে কিছু বলো না,
না-বলা ভাষায়-অনুভব করার বড় স্বাদ,
হাতে রেখে হাত-আঙুলের মাঝে আঙুল,
নিঃশ্বাস ফেলো নিঃশ্বাসে!
আকাশের তারা গুনে-
আটকে রাখব অনুভবের ক্ষণ-
পূর্ণতার, প্রাপ্তির!

কমেন্ট বক্স