Thikana News
০৪ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪

জীবন যদি হতো নদী

জীবন যদি হতো নদী
চলছে নদী নিরবধি বুকজুড়ে তার স্মৃতির পাহাড়
থামছে না তো একটি বারও, তার লাগে না নিদ্রা আহার!
চলতি পথে দৃশ্যমালায় পল্লিবালা নদীর ঘাটে
ঢেউয়ের গায়ে আলতো পায়ে জলকেলিতে ফোড়ন কাটে!
কাজের কাজি হারান মাঝির পালতোলা নাও নদীর বুকে
প্রেম-পিরীতির পুরান স্মৃতি সুর তুলে গায় কষ্ট সুখে!
ঐ যে দূরে আকাশজুড়ে বালিহাঁসের দীর্ঘ সারি
বায়ুর তালে বাঁকবদলে কোথায় যেন দিচ্ছে পাড়ি!
হঠাৎ করে পুবাকাশে রুদ্র বেশে বোশেখ আসে
ক্ষিপ্ত মাতাল এক নিমেষে পরক্ষণেই সূর্য হাসে!
নদীর ধারে কাশের বনে শরৎ রোদের কোমল ছোঁয়া!
শালিকজোড়া খুনসুটিতে দুই হৃদয়ে যাচ্ছে খোয়া!
কত শত দৃশ্যমালা হচ্ছে জমা বাড়ছে আরও
স্মৃতির রথে চলছে নদী ধার ধারে না অন্য কারও!
চলছে নদী নিরবধি একটি বারও থামছে না তো
জীবন চলায় আমার মতো শৈত্য-খরায় ঘামছে না তো!!

 

কমেন্ট বক্স