হতাম যদি বৃষ্টি আমি
ভিজিয়ে দিতাম ধরায়,
কালো মেঘে ঢেকে দিতাম
পুড়ত না কেউ খরায়।
বৃক্ষ হলে থাকত সবাই
আমার শীতল ছায়ায়,
সবুজ আঁচল বিছিয়ে দিয়ে
জড়িয়ে নিতাম মায়ায়।
সাগর হলে ঢেউয়ের তালে
ভাসিয়ে নিতাম দুখ,
অথৈ জলে মিটিয়ে দিতাম
তৃষ্ণা ভরা বুক।
হতাম যদি পাহাড়, আকাশ
নীল সমুদ্রের মতো,
ধুয়ে দিতাম গহন বেদন
দুঃখ আছে যত।
মাটি হলে আমার বুকে
রাখত সবাই মাথা,
মায়ের মতো আগলে রেখে
ভুলিয়ে দিতাম ব্যথা।