Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

যদি মনে পড়ে ধন্য হব

যদি মনে পড়ে ধন্য হব
জাফর ওবায়েদ

যদি মনে পড়েÑধন্য হব, গণ্য হব
আমিও সঙ্গী ছিলাম সমূহ সংগীতে।

জীবনের যত গান
জীবনের যত সুর
সমস্ত অর্জনসারিতে, আমিও ছিলাম
জুগিয়েছি প্রেরণার জল, বাড়িয়েছি
ভরসার ঝাড়বাতি।

যদি মনে পড়ে-প্রীত হব, কৃত হব
আমিও দাঁড়িয়ে ছিলাম রৌদ্র আসনে।

জগতের যত আলো
জগতের যত ভালো
সমস্ত সরণি পাড়িতে, আমিও ছিলাম
ভাসিয়েছি শোভনের নাও, ছড়িয়েছি
আকাক্সক্ষার বারুদ।

যদি মনে পড়ে, যদি, জ্বলে গরবের বাতি
তুমিও সেদিন হয়ো, সুখ-প্রদীপের সাথি।

 

কমেন্ট বক্স