Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শেষ পরিচ্ছেদ

শেষ পরিচ্ছেদ
দুঃখের জীর্ণ মলাটে লিখেছি
ভালোবাসার শেষ পরিচ্ছেদ,
গন্তব্যহীন বিরহের নাট্যমঞ্চে
অবজ্ঞার হাসি হাসে
উষ্ণকালের গোধূলি।
ভূপতিত ধ্রুবতারা নিঃসঙ্গ শালিকের
একাকিত্বের সাক্ষী হয়ে রয়,
আমোদে আহ্লাদে যাপিত সময়ে
ইতিহাস খোঁজে অমলিন প্রেম,
কমলা সূর্য হারায় প্রতিবার
সমুদ্রতটের ছায়াহীন যৌবন জোয়ারে।
অভিমানের মোহনায় উপভোগ্য
অন্তর ঘটায় সকল মিথ্যের অবসান।

কমেন্ট বক্স