কত দিন দেখিনি, কোথায় ছিলে?
এ জন্যই কি বিন্নি ধানে খই ফোটেনি
বিয়া পুক্কার দারকিনি মাছ জলকেলি করেনি।
কৃষকের কপালের ভাঁজে
অবিশ্বাস নিথর।
ভোরের শিশির রাপানঞ্জল আঁকে
সুচারু বিলাস, লোভাতুর হাতছানি।
পথিক হরো, হাঁটব বহুদূর যদি দেখা পাই।
শতবর্ষী বটবৃক্ষের পাতাগুলো
চামড় দোলায়,
কিছু দেবে কিছু নেবে, এই অবেলায়।
বাউলের কান্না ইতিউতি করে
লুটিয়ে পড়ে, কৃষাণীর ঢেঁকির পাড়ে।
অকারণে হাসি কান্না
কচি বাঁশপাতা হয়ে
আকুলি-বিকুলি করে
বিবান জমিনে।
তর এসো
এখানে আলো, আঁধার, সোনা, রুপা
একসাথে ঘুমায়
অনেক আদর নিয়ে দাঁড়িয়ে থাকব
সারা জীবন।