Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নুন্দুচোরা স্বপ্ন দেখে টাকাভর্তি মাটির ব্যাংক

নুন্দুচোরা স্বপ্ন দেখে টাকাভর্তি মাটির ব্যাংক
নুন্দুচোরার মন্দ কপাল নগদ টাকা পায় না যে
চুরির জিনিস বিক্রি করার দিগদারিটাও চায় না সে!
কী যে আজব ‘ডিজিটাল’ এক দুনিয়া এল সামনে ভাই
ডেবিট, ক্রেডিট, অনলাইন ব্যাংক, ‘কাগজি নোটে’র পাত্তা নাই!
সম্প্রতি সে আশার আলো দেখল এক্কান খবরে
শুকর গোজার করল প্রভুর দীর্ঘ দিনের ‘সবরে’!
ব্যাংকে রাখা টাকা নাকি পাবলিকে ঠিক পাচ্ছে না
সেই ভয়ে কেউ আগের মতো ব্যাংকে টাকা রাখছে না!
ভদ্রবেশী ঋণখেলাপি, ঋণে ধনী তস্করে
লুটেপুটে নিছে টাকা তাদেরই লোকলস্করে!
তাই তো এখন গৃহস্থরা রাখবে টাকা বাড়িতে
বাঁশের খুঁটি, মাটির ব্যাংক বা হেঁশেল ঘরের হাঁড়িতে!
পেয়ে দারুণ উত্তেজিত নগদ টাকা চুরির পথ
নুন্দুচোরা দিব্যচোখে দেখছে নতুন ভবিষ্যৎ!
টগবগে মন খুশির জোয়ার নুন্দু যেন নায়করাজ
আগেকার সে উদ্দীপনায় করল শুরু চুরির কাজ।
বর্ষা রাতে নামল কাজে, ব্যাঙ ডাকছে ঘ্যাঙর ঘ্যাং
নুন্দুচোরা স্বপ্ন দেখে টাকাভর্তি মাটির ব্যাংক!!
 

কমেন্ট বক্স