একটু সহজ হলে প্রাণ স্পর্শ করে প্রাণ
হৃদ্যতায় ধূসর কেটে যায় হাঁফ ছেড়ে বাঁচে জীবন
একটু সহজ হলে খুলে যায় সব কটি দ্বার।
একটু সহজ হলে স্বতঃস্ফূর্ততায় কৌতূহল জাগে
নিজেকে জাহির না করে অন্যকে জানার উদারতা আসে
একটু সহজ হলে সুস্থতায় উজ্জ্বল প্রাণ।
একটু সহজ হলে দ্বিধা কেটে সরব সৌহার্দ্য আসে
ক্লেশের বোঝা কমে যায় প্রাণখুলে হাসে
আত্মশ্লাঘার কালিমা থেকে ত্রাণ পায় প্রাণ।
একটু সহজ হলে ভালোবাসা ঝাঁপি খুলে দেয়
শত্রুতার সংকীর্ণতা প্রশ্রয় না পেয়ে পালায়
একটু সহজ হলে হাত বাড়িয়ে ডেকে নিতে পারে।
একটু সহজ হলে যত ঐশ্বর্য কাঠিন্যে বিপরীত
তবু সহজ হতে অনীহা নিযুত-কোটি ক্ষণজীবীর
একটু সহজ হলে দীর্ঘশ্বাসে মলিন হতো না কেউ।