Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

মহাবিশ্ব নিয়ে পরীক্ষা করবে এক্সএআই : ইলন মাস্ক

মহাবিশ্ব নিয়ে পরীক্ষা করবে এক্সএআই : ইলন মাস্ক
পৃথিবীর উৎপত্তি ও বিকাশ এবং সভ্যতার সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করতে তার মাথায় এক্সএআইয়ের ভাবনা আসে – এক অডিও কথোপকথনে বলেন এই সিরিয়াল উদ্যোক্তা।

সিরিয়াল উদ্যোক্তা ইলন মাস্ক আভাস দিলেন তার প্রতিষ্ঠিত নতুন কোম্পানিটির কাজ কী হবে। যারা এতোদিন এ বিষয়ে অনুমান করার চেষ্টা করছিলেন, তারা সম্ভবত এর ধারেকাছেও পৌঁছাতে পারেননি।

শুক্রবার পোস্ট করা এক টুইটে মাস্ক বলেন, এক্সএআই নামে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তার নতুন কোম্পানিটির উদ্দেশ্য হচ্ছে “মহাবিশ্বকে বুঝতে পারা”।

পৃথিবীর উৎপত্তি ও বিকাশ এবং সভ্যতার সীমাবদ্ধতাগুলো খুঁজে বের করতে তার মাথায় এক্সএআইয়ের কল্পনা আসে – টুইটার স্পেসেস-এর এর ৯০ মিনিট দীর্ঘ এক অডিও কথোপকথনে বলেন এই বিলিওনেয়ার।

ব্রক্ষ্মাণ্ডের গূঢ় রহস্য খুঁজে দেখা হবে এক্সএআইয়ের মূলমন্ত্র, মাস্কের ভাষায় “দেখতে হবে আসলে হচ্ছেটা কি?”

ওপেনএআই ও গুগলের মতো কোম্পানিগুলো মানুষের জন্য ঝুঁকিগুলো উপেক্ষা করেই এআই প্রযুক্তি তৈরি করছে এমন অভিযোগের পর বুধবার ধারায় নিজের কোম্পানি এক্সএআই তৈরির ঘোষণা দেন তিনি।

এই প্রসঙ্গে ওপেনএআই ও গুগলের সঙ্গে যোগযোগ করা হলে তারা কোনো জবাব পায়নি বলেছে রয়টার্স।

মাস্ক বলেন মাইক্রোসফট, গুগল এবং ওপেনএআইয়ের বিকল্প হিসাবে তিনি একটি “কার্যকর এজিআই” তৈরি করতে চান। এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্সের সঙ্গে এআইয়ের তফাৎ হলো, এই প্রযুক্তিটি আরও উন্নত এবং মানুষের মতোই নিজে নিজে সমস্যার সমাধান করতে কিংবা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে পারবে –তত্ত্বীয়ভাবে এমনটাই বলা হয়।

টুইটারের অ্যালগরিদম সংক্রান্ত এক কারিগরি জটিলতার কারণে খানিকটা দেরিতে শুরু হওয়া অনুষ্ঠানটিতে মাস্ক বলেন, এক্সএআই, টুইটার ও টেসলাসহ তার অন্যান্য কোম্পানির সঙ্গে একযোগে কাজ করবে।

এমন সুযোগ উভয় কোম্পানিকেই “পারস্পরিকভাবে লাভবান” করবে এবং টেসলার গাড়িগুলোর স্বয়ংক্রিয় ড্রাইভিংয়ের মান উন্নয়নকে ত্বরাম্বিত করবে বলেছেন মাস্ক।

অন্যসব এআই কোম্পানি তাদের মডেলগুলোকে তৈরি করতে টুইটারের ডেটা ব্যবহার করছে, যা অবৈধ বলে মন্তব্য করেন তিনি।

এআই নিয়ন্ত্রণের পক্ষে সরব মাস্ক বলেন তিনি হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য চেষ্টা করেছেন এবং সম্প্রতি চীনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে প্রযুক্তিটি নিয়ন্ত্রণের ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।

ঠিকানা/এসআর
 

কমেন্ট বক্স