ভোরবিহানে এখন আমি ঘরের ভেতরে থাকি,
শিশুরোদ আরশিশিরকণা করুক ডাকাডাকি।
চাইব না আমি সবুজ-শ্যামল ঐ প্রকৃতির দিকে
ঘরের ভেতর বসে থেকে আমি রাখব সবই লিখে।
গর্তজীবী সবাই বলে ঘরের ভেতরে থাকি,
নজরুলকে পড়তে গিয়ে বাহিরে পা রাখি।
রোদ দেখি আমি মাঠের ওপর সোনালি রঙে থাকে
সবুজ ঘাসের গালিচা আমাকে আগলে ধরে রাখে
হঠাৎ দেখি বজ্রপাতে আলোর ঝিকিমিকি
মেঘের কাছেই প্রথম আমি কান্না করা শিখি
ঘরের বাহির হয়েছি বলেই জমা আছে সব ঋণ
প্রকৃতির কাছে কী কী শিখেছি বলব অন্যদিন।
ভুলের মধ্যে ছিলাম আমি ঘরে থাকাটা ভুল
ঘরের বাহির করেছে আমাকে মাওলা নজরুল।