Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

জায়ানিস্ট আমেরিকান

জায়ানিস্ট আমেরিকান
তোমরা, বৃদ্ধ বয়সেও হয়ে গেলে বর্বর শয়তান
বুঝেও বুঝলে না তরুণ-তরুণীদের গান
লক্ষ তরুণের প্রতিবাদ মানবতার টান
তোমাদের পৈচাশিকতার প্রতিবাদ করে
পৃথিবীজুড়ে তারা হয়েছে মহীয়ান
অবশ্যই ভালো করে জানো তরুণেরা সঠিক
শক্তির দম্ভে রক্তের নেশায় হারিয়েছ দিক
রক্তপিপাসু দানবরা কেড়ে নাও শিশুদের প্রাণ
ইতিহাসের দণ্ড থেকে তোমরাও পাবে না পরিত্রাণ
তোমরা ক্রমশ এগোচ্ছ পিচ্ছিল ধ্বংসের পথে
ভদ্রবেশী চেহারায় বসেছ নিচুতে যাওয়ার রথে।

রক্ত শুধু কি প্যালেস্টাইনিদের,
কোরিয়ার, ভিয়েতনামির, ইরাকের, আফগানিস্তানের, লিবিয়ার, সিরিয়ার, সুদানের, ইয়েমেনের।

শুধু কি তা-ই?
কে হত্যা করতে পারে তার নিজ জাতির শ্রেষ্ঠ সন্তানদের?
এখন আর কিছুই গোপন নেই
তোমরা হত্যা করেছ জন কেনেডিকে
তার ভাই বব কেনেডিকে, মার্টিন লুথার কিং
ম্যালকম এক্স, তোমরা হত্যা করেছ ইরাকের পাঁচ লাখ শিশুকে শিশুখাদ্য বন্ধ করে
তোমাদের চেয়ে হিংস্র প্রাণী পৃথিবীতে আর কেউ হতে পারে?
 

কমেন্ট বক্স