Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

‘বেহায়া প্রেমিক’ হতে চাই

‘বেহায়া প্রেমিক’ হতে চাই
ডুবসাঁতার দিতে চাই তোমার মাঝে;
এতটাই ডুবতে চাই যেন চাইলেই
আমার ব্যক্তিত্ব টেনে ‘বেহায়া প্রেমিক’ নামে
নতুন কোনো উপাধিতে ভূষিত করতে পারো তুমি।
মেনে নেব নির্দ্বিধায়Ñআমি তো জানি
ভালোবাসার কাঙালরা বরাবরই ‘বেহায়া’।

তীব্র বাসনা মিশে যাই
তোমার অভ্যাসে, তোমার স্বভাবে
যেভাবে চায়ের কাপে নিজের গলনাঙ্ক দেখে
আহ্লাদী হয় এক চামচ বিশুদ্ধ চিনি।

কিংবা হতে পারি তোমার পূজার ফুল;
যাকে সযতনে তুলে এনে সাজাতে পারো
আদরের চাদরে ফুলসজ্জা।
না! না! বনফুল হতেও আমার আপত্তি নেই;
রাগ-অভিমান-তাচ্ছিল্যে যাকে তুমি চাইলেই
পারো ঘৃণার ঢেকুর গরলে অন্তিমশয্যা বানাতে।
কথা দিচ্ছি, দিব্যি মেনে নেব ওসব।

তোমাকে ভালোবাসি মানে
প্রবল ঝড়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি নির্দ্বিধায়,
গোটা এক পৃথিবী কাগজের ঠোঙায় ভরে
তোমার হাতে তুলে দিয়ে বলতে পারিÑ
‘আমি তোমাকে ভালোবাসি,
এই নাও তোমার জন্য যৎসামান্য উপহার।’

কমেন্ট বক্স