আমাদের নজরুল
তার লেখাতে দোদুল দোলে
রঙিন ঝিঙে ফুল?
আমাদের নজরুল
তার লেখাতে সাম্যের বাণী
ভেদাভেদটা ভুল।
আমাদের নজরুল
তার গানেতে মগ্ন থাকে
হাজার শ্রোতাকুল।
আমাদের নজরুল
তার লেখাতে মাতে প্রীতে
রতন, শফিকুল।
আমাদের নজরুল
তার লেখাতে অত্যাচারীর
গায়ে ফোটে হুল।
আমাদের নজরুল
তার লেখনীর হয় না কোনো
বিশ্ব মাঝে তুল।