দেখা হয়েছিল তোমার আমার কোন এক শাওন রাতে
ভিজেছিল বুক অশ্রুআঁখিতে গহিন মেঘের সাথে।
নিঝুম রাতে ঘুমহীন চোখে জেগেছিলাম নিশিতে একা
তোমার গভীর আঁখিতে ছিল আমার প্রণয় লেখা।
তোমার বাহুতে জড়িয়ে রাখলে আমার শূন্য বুক
সিন্ধুর ঢেউয়ের উজানী স্রোত ফিরিয়ে দিল সুখ।
তারপর গেলে পিঞ্জর ভেঙে আসিলে না আর ফিরে,
আমার রজনী বিরহে কাটে ব্যথার আঁধার ঘিরে।
বিবাগী চিত্তে এখনো থাকি জলভরা আঁখি নিয়ে
কোন চিতার দহনে পোড়াও আমায় ফাঁকি দিয়ে।
বুকের ভেতর অগ্নিতৃষ্ণা ধুকধুক করে জ্বলে,
জমাটবাঁধা ব্যথার বরফ আগুনে আর না গলে।
তুমি ছাড়া আমার ধু-ধু চারিদিক সাহারার মরুতল
তটিনীর জল শুকিয়ে গেছে শুকায়নি আঁখির জল।
ক্ষণেক প্রেমে মন পুড়িয়ে করলে তুমি কালি
শাওন এলে তোমারে স্মরিয়া সন্ধ্যাপ্রদীপ জ্বালি।