Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

এবার টুইটার দিচ্ছে আয়ের সুযোগ

এবার টুইটার দিচ্ছে আয়ের সুযোগ
নিজেদের অস্তিত্ব ধরে রাখতে এবার নতুন পরিকল্পনা হাতে নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। মেটার পথেই হাঁটছে তারা। বিজ্ঞাপনের মাধ্যমে কনটেন্ট নির্মাতাদের আয়ের সুযোগ দিচ্ছে টুইটার।

১৩ জুলাই বৃহস্পতিবার এক টুইটবার্তায় এই নতুন প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে ইলন মাস্কের মালিকানাধীন মাইক্রোব্লগিং সাইটটি। চলতি মাসের শেষ দিকেই প্রোগ্রামটি আরও বিস্তৃতভাবে চালু করার পরিকল্পনা করছে তারা।

টুইটার বলছে, এ সময়ের মধ্যেই যোগ্য নির্মাতারা মনিটাইজেশনের জন্য আবেদনের সুযোগ পাবেন। তবে ঠিক কত শতাংশ লভ্যাংশ দেওয়া হবে কনটেন্ট নির্মাতাদের বা বিজ্ঞাপনগুলো কীভাবে কনটেন্টে প্রদর্শিত হবে, সেই বিষয়ে এখনো কোনো ধারণা দেয়নি টুইটার।

কনটেন্ট নির্মাতাদের কিছু শর্তও জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে নির্মাতাদের অবশ্যই পেইড সাবস্ক্রিপশন-ব্লু ব্যাজের অধিকারী হতে হবে। সর্বশেষ ৩ মাসে ৫০ লাখের বেশি ইমপ্রেশন থাকতে হবে। কনটেন্ট নির্মাতার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে। অ্যাকাউন্ট নাম, বায়ো, প্রোফাইল ছবি, হেডার ইমেজসহ একটি পূর্ণাঙ্গ প্রোফাইল থাকতে হবে। এ ছাড়া ইমেইল অ্যাড্রেস অবশ্যই ভ্যারিফায়েড হতে হবে। অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য দ্বিস্তরবিশিষ্ট নিরাপত্তাব্যবস্থা চালু থাকতে হবে।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স