Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

২০২৫ সালের শরতে আসবে জিটিএ ৬

২০২৫ সালের শরতে আসবে জিটিএ ৬
অবশেষে জনপ্রিয় গেইমিং ফ্রাঞ্চাইজ ‘গ্র্যান্ড থেফট অটো’র ষষ্ঠ সংস্করণ প্রকাশের সময় জানতে পারলেন ভক্তরা।
১৬ মে (বৃহস্পতিবার) গেইমটির নির্মাতা ‘রকস্টার গেইমস’ ঘোষণা দেয়, ‘জিটিএ ৬’ গেইমটি বাজারে আসবে ২০২৫ সালের শরতে।

গত বছরের শেষ প্রান্তিকে রকস্টারের মালিক কোম্পানি ‘টেক-টু’র ২৯০ কোটি আর্থিক লোকসানের খবর চাউর হওয়ার পরপরই এ খবর প্রকাশ পেল।

কোম্পানির তথ্য অনুসারে, ২০১৩ সালে ‘জিটিএ ৫’ প্রকাশ পাওয়ার পর থেকে গেইমটির ২০ কোটি কপি বিক্রি হয়েছে। ফলে, মাইনক্রাফটের পর বিশ্বের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গেইম হওয়ার কৃতিত্ব অর্জন করে এটি। উল্লেখ্য, মাইনক্রাফটের সর্বমোট গেইম কপি বিক্রি হয়েছে ৩০ কোটি।

জিটিএ ৬-এর বিভিন্ন ভিডিও ফুটেজ ও গান ফাঁস হয়ে যাওয়ায় ৫ ডিসেম্বর নির্ধারিত সময়ের আগেই ট্রেইলার প্রকাশে বাধ্য হয়েছিল রকস্টার। গেইমটিতে ‘ভাইস সিটি’ নামের যে শহরটি দেখানো হয়েছে, তা আদতে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের কাল্পনিক সংস্করণ।

গেইমটির ট্রেইলারে ব্যবহার করা হয়েছে মার্কিন গায়ক টম পেটির ‘লাভ ইজ এ লং রোড’ গানটি। ইউটিউবে প্রথম ২৪ ঘণ্টায় ট্রেইলার ভিডিও’টির ভিউ ছিল নয় কোটি ৩০ লাখ, যা এর আগের সব গেইমের ‘ভিউইং রেকর্ড’ ভেঙে দিয়েছে।

ট্রেইলারের সাড়াও বেশ ইতিবাচক ছিল, যেখানে ভক্তরা গেইমটির গ্রাফিক্সের পাশাপাশি একজন নারীকে গেইমের মূল চরিত্রে রাখার সিদ্ধান্তকেও সাধুবাদ জানিয়েছেন। আর এমন ঘটনা ফ্রাঞ্চাইজের ইতিহাসে এর আগে কখনও দেখা যায়নি।

গেইমিং খাতের অন্যতম জনপ্রিয় ও সফল ফ্রাঞ্চাইজ হল ‘গ্র্যান্ড থেফট অটো’, যেখানে এর বিভিন্ন অতীত সংস্করণকে প্রায়ই সর্বকালের সেরা ভিডিও গেইমের তালিকায় জায়গা পেতে দেখা গেছে।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স