Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

হৃদয়ের অগ্নিমশাল

হৃদয়ের অগ্নিমশাল
অসুখে বিসুখে নানা উপসর্গে আর ক্রমাগত মৌসুমি জ্বরে আক্রান্ত আমাদের স্বপ্নের বাগান যখন বৃষ্টির জন্য হাহাকার করছে, তখন আগ্রাসনবিরোধী সবুজ প্রাণের পারদ উত্তাপে কলম্বাসের দেশ বিপর্যস্ত এবং দেখতে দেখতে বারুদের চেয়েও তীব্র, শব্দের চেয়েও দ্রুতময় এই অরুণোদয়ের অগ্নিশিখার দাবানলে জেগে উঠেছে অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপসহ বিশ্বের দশদিগন্ত।

তবে সব পারদের জ্বর কিংবা দাবানলের উত্তাপ এক নয়। নামটাও এক নয়। কিছু কিছু পারদের স্বর্গীয় নাম ভালোবাসা, কিছু কিছু দাবানলের খোশবু ছড়ানো নাম মানবিকতা। যে শিখায় জ্বলে উঠেছে সবুজ প্রাণের বাতিঘর, যে শিখায় জ্বলে উঠেছে সবুজ হৃদয়ের অগ্নিগিরি। সেই বাতিঘর সেই অগ্নিগিরি শিখা মিসাইলে, বোমারু বিমানে কিংবা জলকামানে, গ্রেফতারে, বহিষ্কারের রসায়নে কি নিভে যাবে অতি সহজে!

দানব ও মানব নামের মানুষেরা বাস করে বিশ্বজুড়ে। দানব তাড়াতে মানব নামের মানুষকেই নেমে আসতে হয় গৃহ ছেড়ে রাস্তায়, কখনো কখনো অস্ত্র হাতে যুদ্ধের ময়দানে। দাঁড়াতে হয় মানবতার পাশে মানবতার মশাল নিয়ে, দাঁড়াতে হয় বুকের কোমলতায় কোমল মাটির ঘ্রাণ নিয়ে।

সময় আজ নতুন প্রণয়ের অগ্নিসাক্ষী। সময় আজ তরুণ প্রাণের। তোমাদের হাতে হাতে জ্বলতে থাকুক দানব তাড়ানো হৃদয়ের অগ্নিমশাল।

কমেন্ট বক্স