Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

মহাকালও অক্ষম

মহাকালও অক্ষম
বার্ধক্য যেখানে, যৌবন-শারীরিক সর্ব কর্মক্ষমতা অচল করতে সক্ষম।
কিন্তু মহাকাল সেখানে হৃদয়স্মৃতি হরণ করতে অক্ষম!
কী অদম্য-অবিনশ্বর শক্তি দিয়ে বিধাতা মানুষের হৃদয় সৃষ্টি করেছেন!
জীবন অস্ত রবির অক্তিম সময়েও কত স্মৃতি অনায়াসে হৃদয়ে যায়-আসে!
হৃদয়ের অদম্য আশ, যদি না হয় মোর নবজন্ম তোমার বক্ষে?
যদিও-বা হয় পুনর্জন্ম? চিনব তারে কী করে?
হে মৃত্তিকা, স্বয়ং বিধাতাও করেছেন এই মর্ত্যে সঞ্জীবনীর প্রয়োগ,
কত মৃতের শরীরে ফিরিয়েছেন নব প্রাণের সঞ্চার।
করেছেন কত মানুষের অলৌকিক ইচ্ছেপূরণ,
হে মৃত্তিকা জননী জ্ঞাত সবই তোমার।
স্বর্গ থেকেও বড় তুমি নিলাম তোমার স্মরণ ‘একটি বারের তরে’,
জীবন মৃত্যুযাত্রায় প্রাণ-দুটি আঁখির দৃষ্টিহরণ পূর্বে।
যদি পুণ্য বলে কিছু করে থাকি, সমস্ত পুণ্যের বিনিময়ে,
তোমার করুণায় ‘একবার তাঁরে’ দেখার অন্তিম ইচ্ছা নিবেদন।
আমার বক্ষে না হলেও তোমার বক্ষে তাঁর স্থান,
কত মহান তুমি! তবু মাতৃপীড়া মৃত্তিকা তোমার জ্ঞাত?
দোহাই তোমার আপন সন্তানে করুণা বর্ষণে,
আমার সন্তানের মিলবে দর্শন।
ক্ষণ সময় স্তব্ধ করো তোমার বক্ষে প্রাকৃতিক নিয়ম,
চন্দ্র-তারা-পুষ্প ঝরা থেকে পৃথিবীর ছায়া।
হোক ঘোর অমাবস্যা-বিদঘুটে কালরাত্রি-প্রস্তুত প্রবেশে,
তোমার বিভক্ত বক্ষদ্বারে তাঁর কবরে।
প্রকৃতির নিয়ম অক্ষত রাখতে প্রতিজ্ঞা-বাক্যে আমৃত্যু রইব মৌন,
মৃত্যু-শাস্তি যদি নির্ধারণ বিধাতার মোর পাতাল পতিত।
তবে প্রস্তুত আমি...অন্তিম প্রার্থনা।

কমেন্ট বক্স