গুণীজন পরাস্ত, নয়তো বিক্রীত;
মূর্খের বাণী লিপিবদ্ধ হয় নোটিশে,
যোগ-বিয়োগ খেলায় বিপর্যস্ত কবি
শব্দরা কাঁদছে অভিধানের পাতায়।
বিবর্ণ পৃথিবীতে অধমর্ণের ক্রন্দন;
মাছ শিকারে অপারগ গাঙচিল,
বাবুই পাখির বাসা বাঁধতে অনীহা
কোকিলের বসন্তের সুর অবরুদ্ধ।
পরিত্যক্ত স্বপ্নে বিষাক্ত পরিবেশ;
ন্যুব্জ মেরুদণ্ডের ভবিষ্যৎ অবশেষ।