বলিনি তুমি খারাপ, বলেছি তোমার চোখ খারাপ!
ঢেকে রাখা ছেঁড়া কাপড়ের বেধনে ঢোকে চোখ,
নগ্ন দেহের ভাঁজ ভাঁজে খুঁজে বেড়ায় অশ্লীলতা;
ক্ষুধার্ত জন্তুর মতো তৃপ্ত হওয়া ভোগদখলের,
লজ্জা না পাওয়া চোখ, দেখতে পায় না কখনোই
নতুন বস্ত্রে-লজ্জাকে আবৃত রাখার অক্ষমতাকে!
কোথায় কে বলেছে চরিত্রহীন, নও তুমি সেবক?
ব্যথিত হও না, হাত বাড়াও না সহযোগিতার;
ধার ধারো না অন্যায়-অবিচারের! মিথ্যে কথা-
ডাহা মিথ্যে কথা! সকল গুণই তোমার আছে;
নেই শুধু-স্বার্থ ছাড়া না এগোনোর মানসিকতা।
স্পর্শ ছাড়াই তোমার দেয়া বস্ত্রে লজ্জা নিবারণ!
অসম্ভব, না-না এ কখনো হয় নাকি?