নবী হোসেন নবীন
গোলাপকে বলেছিলাম
তোমার ঠোঁটে ঠোঁট রেখে হতে চাই শুচি
গোলাপ বলে ভোমর চুম্বনে অনেক আগেই
আমার কৌমার্য গেছে ঘুচি।
নদীকে বলেছিলাম
তোমার নির্মল জলে স্নান করে
শুচি হব আমি
নদী বলে অশুচিরাই স্নান করে শুচি হয়
আমার বুকে নামি।
তুমিও কি তাহলে?
চাঁদকে বলেছিলাম
তোমাকে ছুঁয়ে কলঙ্ক ঘোচাব আমার
চাঁদ বলে আজন্ম কলঙ্কিত আমি
আমাকে ছুঁয়ে কেন দাগী হবে তুমি?
মাটিকে বলেছিলাম তোমার মলিন ধুলোয় বসে
একটু বিশ্রাম নিতে চাই জননী
মাটি বলে যদি অশুচি হওয়ার ভয় না থাকে মনে
তবে বসে যাও এখনই।