Thikana News
২৬ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

অদৃশ্য কালিতে কীভাবে লিখবেন, পড়বেনই বা কীভাবে?

অদৃশ্য কালিতে কীভাবে লিখবেন, পড়বেনই বা কীভাবে?
কাউকে গোপনে বার্তা পাঠাতে চান? অন্য কেউ পড়ে ফেলবে সেই ভয় আছে? তাহলে অদৃশ্য কালিই হল মানুষের চোখ ফাঁকি দেওয়ার সহজ উপায়। বিশেষ উপায়ে প্রকাশের আগ পর্যন্ত অদৃশ্য কালির বার্তা দেখে মনে হতে পারে কেউ একটি ফাঁকা কাগজ পাঠিয়েছে।

ভাবছেন এটি কেবল গোয়েন্দা গল্পেই সম্ভব? না, অদৃশ্য কালি বাড়িতে থাকা খুব সাধারণ উপাদান দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে অদৃশ্য কালিতে বার্তা লিখবেন।

লেবুর রস
১. একটি ছুড়ি দিয়ে অর্ধেকটা লেবু কেটে নিন। এবারে একটি বাটিতে অর্ধেকটা লেবুর রস নিংড়ে করুন।

২. বাটিতে অর্ধেক টেবিল চামচ পরিমাণ পানি নিন। চামচ দিয়ে লেবুর রস ও পানি ভালো করে মেশান।

৩.এবারে একটি কটন বাড নিন। কটন বাডের মাথা লেবু ও পানির মিশ্রণে হালকা করে ভিজিয়ে নিয়ে কাগজে নিজের বার্তাটি লিখে ফেলুন। লিখতে লিখতে কটন বাড শুকিয়ে গেলে আবার ভিজিয়ে নিয়ে লিখুন। এ ছাড়া, টুথপিক, রংতুলি বা ক্যালিগ্রাফি পেন দিয়েও লেখা যাবে বলে উল্লেখ করেছে উইকিহাও।

৪. অন্তত ১৫ মিনিটের জন্য কাগজটি শুকিয়ে নিন। লেবুর রস ভেজা থাকলে বার্তাটি দৃশ্যমান হতে পারে। যখন এটি পুরোপুরি শুকিয়ে যাবে তখন যা লেখা হয়েছে অদৃশ্য হয়ে যাবে। বার্তাটি আরও অদৃশ্য করতে চাইলে কাগজটিকে মুড়িয়েও নিতে পারেন। এ ক্ষেত্রে, কাগজের ভাজ বার্তাটি পড়া আরও কঠিন হয়ে পড়বে।

৫. বার্তা প্রকাশ করার জন্য কাগজটি একটি লাইট বাল্ব অথবা মোমবাতির পাশে ধরুন। বাল্ব বা মোমের আলোর উত্তাপ রাসায়নিক বিক্রিয়া ঘটায় যা লেবুর রসকে গাড় কালো করে তোলে। ফলে, গোপন বার্তাটি স্পষ্টভাবে পড়ে ফেলা যাবে।

তবে, কাগজটি মোমের আগুনের খুব কাছাকাছি ধরবেন না, এতে সহজে আগুন ধরে যেতে পারে। বিকল্পভাবে, লুকানো বার্তার কাগজটি দুটি পাতলা তোয়ালের মধ্যে রাখুন এবং কম তাপে সেটি আয়রন করুন। কয়েক মিনিট আয়রন করলেই লেবুর রস কালো হয়ে আসবে ও বার্তাটি পড়া যাবে।

বেকিং সোডা
১. একটি ছোট বাটিতে তিন টেবিল চামচ বেকিং সোডার সঙ্গে অন্তত তিন টেবিল চামচ পানি মিশিয়ে অদৃশ্য কালি তৈরি করুন। নিশ্চিত করুন যেন বেকিং সোডা পানির সঙ্গে পুরোপুরি মিশে যায়।

২. একটি কটন বাড মিশ্রণে ভিজিয়ে নিয়ে সাদা কাগজে নিজের বার্তাটি লিখে নিন। লেখা শেষ হয়ে গেলে কাগজটিকে ১৫ থেকে ৩০ মিনিটের জন্য শুকিয়ে নিন, যেন কালি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। কটন বাড না থাকলে রংতুলি বা টুথপিক দিয়েও লিখে নিতে পারেন বার্তাটি।

৩. একটি ছোট কাপ বা বাটিতে আঙ্গুরের রস নিন। একটি রংতুলি আঙুরের রসে ভিজিয়ে, কাগজের টুকরোটির ওপর আঙুরের রস হালকাভাবে ছড়িয়ে দিন। এবার অদৃশ্য বার্তাটি দেখা যাবে। আঙ্গুরের রসে ‘অ্যান্থোসায়ানিন’ নামের প্রাকৃতিক পিগমেন্ট বা রঞ্জক রয়েছে, যা পিএইচ স্তর পরিবর্তনের কারণে বেকিং সোডার রং গাঢ় করে তোলে।

৪. আঙুরের রসের বিকল্পও রয়েছে। এক টেবিল চামচ হলুদের সঙ্গে আধা কাপ রাবিং অ্যালকোহল মিশিয়ে নিন। এবারে মিশ্রণটি একইভাবে কাগজের বার্তার ওপরে ছড়িয়ে দিন। বেকিং সোডার অদৃশ্য কালিটি লাল রংয়ের হয়ে যাবে ও দেখা যাবে।

দুধ ব্যবহার করে
১. তরল দুধে কটন বাড ডুবিয়ে একটি সাদা কাগজে নিজের বার্তা লিখুন। যে কোনো ধরনের ডেইরি দুধই অদৃশ্য কালি হিসাবে কাজ করবে বলে লিখেছে উইকি হাও।

২. বার্তা লেখা শেষে কাগজটি একটি শুকনো ঠাণ্ডা জায়গায় অন্তত ৩০ মিনিটের জন্য শুকিয়ে নিন। দুধ পুরোপুরি শুকিয়ে গেলে বার্তাটিও একেবারে অদৃশ্য হয়ে যাবে।

৩. এবার কাগজের টুকরোটি একটি আলোর বাল্ব বা মোমবাতির কয়েক ইঞ্চি ওপরে ধরে রাখুন। কাগজের চেয়ে কম তাপমাত্রায় দুধ জ্বলে ওঠার কারণে বার্তাটি গাঢ় হয়ে যাবে এবং পড়া যাবে।

পাশাপাশি, লেবুর রসের মতো আয়রন ব্যবহার করেও বার্তাটি প্রকাশ করা যাবে।

এভাবে কোনো গোপন বার্তা পাঠাতে, বা কেবল বাড়ির শিশুকিশোরদের সঙ্গে মজার পরীক্ষা হিসেবেও অদৃশ্য কালির বার্তা লিখে নিতে পারবেন সহজেই।

ঠিকানা/এসআর

কমেন্ট বক্স