Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

নীলাম্বরী

নীলাম্বরী
নীলাম্বরী, জানো তো, তোমার
কালো চুলের পরশ পেতে
বারবার ছুটে যেতে ইচ্ছে করে
সেই লেকের পাড়ে।
পাহাড়, সাগর, নদী যেমন মানুষকে কাছে টানে
ঠিক তেমনি তোমার হাসি আমাকে হাতছানি দেয়।
তোমার ঠোঁটের কোণে জমে থাকা মিষ্টি হাসি
আমায় মাতাল করে দেয়।
তোমার সরলতা আমাকে ব্যাকুল করে প্রতিনিয়ত।
নীলাম্বরী, নীল শাড়ি পরা খোলা চুলের সেই মাতাল মহুয়া আমাকে গভীরভাবে জ্বালা দেয়।
লেকের পাড়ে নীল শাড়ি পরে এসো কিন্তু!
 

কমেন্ট বক্স