অহংকারটা একটু কমাও না ভাই গরম
মানুষের প্রাণ কেড়ে নিচ্ছ হিট স্ট্রোক নাম নিয়ে
মানুষগুলো হাঁসফাঁস করছে,
পাখপাখালি আধমরা হয়ে আছে,
কর্মজীবনে স্থবিরতা এসে গেছে।
ঝোড়ো হাওয়া উড়িয়ে নেবে তোমার ভাবের অহংকার।
দয়া করো, স্থিরতা দাও জনজীবনে
তোমার এ দাপট মনে রাখব মরণে।