Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

একেক রকম যোগ্যতা

একেক রকম যোগ্যতা
কেউবা লিখি বাম হাতেও
ডান হাতে কেউ লেখিই না
কেউবা দেখি প্রখর খুবই
কেউবা চোখে দেখিই না

কেউবা মোটা কেউবা চিকন
কেউবা আবার টলও খুব
কেউবা কালো কেউবা সাদা
কেউবা রাখে বলও খুব

আমার কথা যায় জড়িয়ে
বলছি কথা কষ্ট করে
কেউবা আবার বাকপটু খুব
সবকিছু কয় পষ্ট করে

কেউ শরীরে তিলও রাখে
কেউবা জনম চিহ্ন
কেউবা আবার খুব স্বাভাবিক
কেউবা খানিক ভিন্ন

কেউবা আবার সঞ্চয়ী খুব
কেউবা কিছু জমান না
এই জগতে আমরা সবাই
সকল দিকে সমান না

তোমার মুখে যা রোচে না
আমার পরম ভোগ্য তা
এ সংসারে একেকজনের
একেক রকম যোগ্যতা

 

কমেন্ট বক্স