কৌশলে বাঘবন্দী এত বিভ্রান্তি মিথ্যাচার
অযাচিত বোধ বেধড়ক মিসমার
দিগ্বিদিক ছোটাছুটি, পাগলা ঘোড়া
লাগামহারা তারছিঁড়া-শান্তি চায়, শান্তি চায় ॥
‘নৃশংস’ বিজয় উল্লাসের মায়াজাল
সত্য, না জানে পরাজয়, না করে অপমান
কামনার দ্রোহে ঢালে ঘি
সাদা কবুতর হাতে-শান্তি চায়, শান্তি চায় ॥
সময়ের পরিক্রমায় বিলীন সমৃদ্ধ আধিপত্য
কসমোপলিটন চকচকে স্টেইনলেস স্টিলের প্রেম
দুরন্তপনায় সাহারার ধূলিকণা স্থবিরতা আর নাভিশ্বাসে
প্রবঞ্চনার দরিয়াতে বিশ্বজুড়ে-শান্তি চায়, শান্তি চায় ॥
মানবিকতার চরম দুর্ভিক্ষে
ভূলুণ্ঠিত চেতনার জাঁতাকলে
কঙ্কালসার শিশু, মুষ্টিবদ্ধ হাতে
কান্নাভেজা নয়নে-স্লোগানে, হামদ ও নাতে-শান্তি চায়, শান্তি চায় ॥