এই ভুলে যাওয়া আমাকে
ভুলে গেছ তুমি
হৃদয়জুড়ে আছ সদাই
ভুলিনি তো আমি।
প্রথম যেদিন দেখেছিলাম
মালা গেঁথে রেখেছিলাম
তোমায় নিয়ে মনে মনে
কতই স্বপন এঁকেছিলাম।
ইচ্ছে ছিল মনের মাঝে
ঘুরব দুজন সকাল সাঁঝে
উল্লাসে মেতে রব
মনের কথা তোমায় কব
কিছুই হলো না।
ফেলে গেলে কষ্ট দিলে
খবর তুমি নাহি নিলে
আর তো এলে না।