Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

শ্রমিকের ন্যায্য অধিকার

শ্রমিকের ন্যায্য অধিকার
শ্রমিকের ঘাম, শ্রমিকের শ্রমে
ফসল ফলে ধরণির মাঠে,
পরিধেয় পোশাকেও শ্রমিকের শ্রম,
চাই শ্রমিকের ন্যায্য অধিকার।

সম্রাট শাহজাহানের তাজমহল
মিসরের পিরামিড, চীনের প্রাচীর
শ্রমিকের শ্রমের নান্দনিক স্মৃতি হয়ে
দাঁড়িয়ে আছে পৃথিবীর বুকে।

বুর্জ খলিফা, এম্পায়ার স্টেট বিল্ডিং 
গগনচুম্বী অট্টালিকার রয়েছে খ্যাতি,
বহু শ্রমিকের শ্রম আর ঘাম মিশে আছে
আধুনিকায়ন সৃষ্টি ও উন্নয়নে।

শ্রমিকের মজুরি ও শ্রমঘণ্টা
দাবি করে নিতে হয় আজও,
শ্রমিকের ঘাম ঝরে অবিরাম
শ্রম আদালত আছে চলমান!

শ্রমিকের ঘাম, শ্রমিকের শ্রম
শ্রমিকের হাতে গড়ে উঠেছে সভ্যতা,
শহর বন্দর বিশ্বের সকল শ্রমিক
দয়া নয় চায় ন্যায্য অধিকার।
 

কমেন্ট বক্স