Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

কারিগর

কারিগর
কত দিকে আছে দেখি কত কারিগর
ইট, পাথরে নকশা করা আছে কত ঘর।
সোনা, রুপা, তামার ওপর খোদাই করা কত,
কেটে কেটে নকশা বানায় বাবুই পাখির মতো।

কাদার তালে কুমোর বানায় হাঁড়ি-পাতিল, গা
কামার বানায় লোহা দিয়ে কুড়াল, বটি, দা।
শিল্পী আঁকে পাহাড়, নদী, ফসলভরা মাঠ,
নকশা কেটে ছুতোর বানায় ময়ূরপঙ্খী খাট।

মা, বউ, ঝি হাতে বানায় হরেক নকশি কাঁথা
লেখক, কবি লেখেন বইয়ে কত জীবনকথা।
যন্ত্র দিয়ে তৈরি করে মানুষ, রোবট, গাড়ি,
শূন্যপানে প্লেন ওড়ে মাটির পরশ ছাড়ি।

দেহের ভেতর আছে কত যন্ত্রপাতির ঘর
অচল হলে সচল করে দক্ষ কারিগর।
মাটির অতলগহিন থেকে আনে বিভব-ধন,
দেশ-জনতার শুভকামী এরাই আপনজন।

যাদের দানে বিশ্বটা আজ খুলে দিছে দ্বার
সকল সময় মনে রাখি স্মরণ করি তার।
আঁধার ঢেকে আনল যারা এমন আলোর দিন,
শোধ হবে না এ জীবনে কারিগরের ঋণ।
 

কমেন্ট বক্স