Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঝাঁ-ঝাঁ রৌদ্রের ঝলকানি

ঝাঁ-ঝাঁ রৌদ্রের ঝলকানি
হাওয়ায় আগুন, পুড়ছে বৈশাখের দিন
আঙিনায় বেলিফুল, সুগন্ধে ব্যাকুল
প্রকৃতির কাছে বাড়ছে মানুষের ঋণ
বৈশাখী কোকিল ডাকছে বড়ই আকুল।

বৈশাখী মেঘের জন্য বসে আছি ধ্যানে
আকাশে-পাতালে আজ বড় বেশি খরা
মানস সরোবরে স্বপ্ন দোঁহে অগ্নিস্নানে
মঙ্গলশঙ্খ সুর হারা, চারিদিকে জরা।

শালিকের শুষ্ক ঠোঁটে তৃষ্ণা ভাষাহারা
দোয়েলের শিসে শিরশির শিরদাঁড়ায়
বৈশাখী মেঘেরা ছোটে হয়ে দিশেহারা
উদ্্ভ্রান্ত সমীরে উলসা পুড়ে পুড়ে যায়।

বিষাদে ম্লান ছায়া পোড়ে মায়া আমাজান
মৃত্তিকা চৌচির আজ, ভেঙে খান খান ॥

কমেন্ট বক্স