কত-না পথ-পরিক্রমায়, পথ-প্রান্তর
বিদায়ী বসন্তে ঝিরঝির আবর।
এলেম অবশেষে,
নিশীথ সূর্যের দেশে।
কে নিছায়েছে চেরি ফুল,
বিস্মিত নয়নের দুই কূল।
হৃদয়ে বাজিছে বিষাণ,
বিশ্বসৌচিক করেছে নির্মাণ।
চিত্ত নিগূঢ় নৈমিষ মাঝে,
চেরি ফুল নব বন্নে সাজে।
সাদা, লাল, গোলাপি-বন্নে বন্নে বহুরূপী।
এমনি করে জীবনটা যদি হতো নির্ভুল,
দিলেম তোমায়, পুষ্পিত চেরি ফুল।
দৃষ্টি তব টোকিও শহরÑচেরি জন্মবাসর।
ক্ষণিক অতিথি তব, চেরি ব্লসম হানামি উৎসব,
চেরি কাননে নাম না-জানা, বিহঙ্গ কলরব।
খোশবু পবন ধায়, মৃদুমন্দে
মম হৃদয় উড়ে চলে, তার সুগন্ধে।
চিত্ত করে আজ, মনোহর সৌচিক সাজ।
নয়নোৎসবে নয়নযুগলে দৃষ্টিপাত,
বিদায়ী বসন্তে চেরি ফুলের নিঝর অশ্রুপাত।
চেরি ফুল হানামি উৎসব,
বৈশ্বিক মাতৃক-জাপান জাতির মূর্ত প্রতীক।
বিদায়ী বসন্তে ‘সাকুরা’ উৎসব আনন্দগান,
আনন্দধ্বনিতে উদ্বেলিত, সজীব প্রাণ।
চিত্ত যেখানে যায় যাক,
হৃৎপ্রাঙ্গণে পড়ে থাক, চেরি কুসুম পরাগ।