Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

স্ব-হিংসা

স্ব-হিংসা
পুরুষের শত্রু পুরুষ, নারীর শত্রু নারী!
সামান্য বিষয়কে নিয়ে বেশি বাড়াবাড়ি
কর্তৃত্ব নিয়েও চলতে থাকে কাড়াকাড়ি
মরতে হয়, কখনো-বা করে মারামারি।

বউ-শাশুড়ির যুদ্ধ, পিতা-পুত্রের অমিল
একে অপরের ভেতরে ছোড়াছুড়ি ঢিল
হিংসায় বলে সারাক্ষণ ‘মোরে তুই গিল’
নষ্ট সম্পর্ক, গড়ে উঠেছে যা তিলতিল।

নারীতে-পুরুষে বুঝি তাই তো ঘরবাঁধা
জমাটবদ্ধের কেউ জল, কেউবা কাদা
সংসারের স্বার্থেই একে অপরকে সাধা
হারামি হলে নারী, পুরুষে হারামজাদা।
 

কমেন্ট বক্স