Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

তবুও তোমরা সভ্য?

তবুও তোমরা সভ্য?
পৃথিবীর চোখ এখন বিস্ফারিত
তোমাদের হাতে অগণিত শিশুদের রক্ত
এ ধরায় মানবনিধন চালাচ্ছ অবিরত
তোমাদের হিংস্রতায় পৃথিবী হয়েছে ক্ষত
মানুষের ঘরবাড়ি তোমরা করেছ জবরদখল
শক্তির মত্ততায় অন্ধ নিরীহদের পেয়েছ দুর্বল
দেশে দেশে জ্বলছে তোমাদের আগুন স্ফুলিঙ্গ
মানুষের চোখে তোমরা সভ্যরা হয়েছ উলঙ্গ
মৃত্যু মহামারি এনেছ মানুষের ঘরে ঘরে
আতঙ্ক বিভীষিকায় জ্বলছে মানুষ অন্তরে
সব অত্যাচারীর ধ্বংস অনিবার্য
তোমরাও শেষ হবে শান্তি হবে কৃতকার্য

কমেন্ট বক্স