প্রমিথিউসের মতো বারবার বিদ্রোহী হয়ে আছে
যত সব না-বলা কথা
অসংকলিত পদ্য সৃজন,
বাতাসে ভেসে আছে
অব্যক্ত প্রকাশে
রাতের চতুর্থ প্রহরে মূক হয়ে থাকা
অনুরুদ্ধ যত গান।
সেতারের তারে বেজে ওঠে তাল
মন্থিত বৈতালী সুরে।
বেজে ওঠে হৃদ্্যন্ত্রে
না-বলা কথা,
আড়ষ্ট জীবনের ভাষা,
কল্পনার রঙে মেশা
স্মৃতির প্রমাদ।
ভ্রমণ করে প্রতিদিন
নাগরিক জনপদে,
নির্ঘুম পৃথিবীর আড়ালে,
জলে, বৃক্ষে, সাগরে
মৃত্তিকায়, গন্ধে, নির্বাক পাথরে,
প্রভূত উপাচারে।
ছবি আঁকে অহর্নিশ
দীর্ঘ পথের পরে এক দ্রোহী প্রমিথিউস;
অধুনা কোনো দালানের প’রে দাঁড়িয়ে
অথবা কোনো সুদৃশ্য উদ্যানে
স্লোগানে স্লোগানে।
কখনো স্বর্গ থেকে ধরে আনে শিখা
তুলে দেয় হাতে
অসংকলিত পদ্য সৃজনে।