Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঈদ পেতে চাই

ঈদ পেতে চাই
ঈদ এলে ক্যান দাম বেড়ে যায়
এসব সেসব সস্তা মালের
হাজার স্মৃতির ভিড় জমে যায়
ঝলমলে সেই কিশোরকালের

ঈদ এলে ক্যান ধুম পড়ে যায়
লোক ঠকানো ব্যবসাপাতির
মুদির দোকান শপিং মলে
ভণ্ড প্রীতির আলগা খাতির

দায়দেনা তো জমল অনেক
প্রাণের এবং দেহের ঋণে
চাই যেতে ফের মা-মাসিদের
আদরমাখা স্নেহের দিনে

রঙিন জামা রঙিন জুতো
বেলুন বাঁশির পোঁ পোঁ সুরে
আতরমাখা মিষ্টি সুবাস
গাঁয়ের এঘর সেঘর জুড়ে

ভাল্লাগে না নগর জীবন
ক্যাডারবাজি টাকার খেলা
সেমাই খাওয়া ঈদ সালামির
চাই পেতে সেই কিশোরবেলা

দিনে দিনে বাড়ছে কেবল
লিকলিকে জিব, ভীষণ খিদে
স্বাদ পেতে চাই ছেলেবেলার
সেই কোলাহল আবার ঈদে

ঈদ পেতে চাই মিষ্টি মধুর
অপার স্নেহের পেলব মিহিন
ঈদ পেতে চাই কিশোরবেলার
লোভ-লালসার গন্ধবিহীন

কমেন্ট বক্স