Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ধূসর কুয়াশা

ধূসর কুয়াশা
জীবননদীর চলমান খেলায়
মানুষ চেনা বড় দায়।
ফেরেশতার খোলসে
কুচুটে মুখ ঢাকে মুখোশে
সময় গড়ালে হয় মনচ্ছবির ওলটপালট
তখনই স্পষ্ট হয় কতটা হিংসার দাপট।
জেনে বুঝে বুকে জড়ালাম ধূসর কুয়াশা
ভেঙে গেছে স্বপ্নে বোনা আহ্লাদী বাসা।
সবাই পারে না জীবনে রংটা নিজের করে
ছুঁতে
মনের টানে শব্দ লেখে তার নামেতে।
 

কমেন্ট বক্স