Thikana News
০৬ জুলাই ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শনিবার, ০৬ জুলাই ২০২৪

গরিবের অন্তর্বেদনা

গরিবের অন্তর্বেদনা
তোমরা থাকো দালানকোঠায় আমরা নিচে থাকি,
কষ্ট ব্যথা বুকের মাঝে যত্নে চেপে রাখি!
ঠান্ডা শীতে জমি আবার পুড়ি দাবানলে,
স্বপ্নগুলো রোজ উবে যায় ভাসি চোখের জলে!

সুখ আয়েশে কাটাও জীবন থাকো কাচের ঘরে,
স্বপ্ন তোমার সাজাও রঙিন সুখ যে থরে থরে!
ফিরনি পোলাও খাও বিরিয়ানি চিকেন মাটন জোটে,
আশার আকাশ স্বচ্ছ তোমার স্বপ্নতে ফুল ফোটে!

চাইলে তুমি সব পেয়ে যাও সব পেয়েছির দেশে,
ঘষলে চেরাগ অমনি যেন দৈত্য দাঁড়ায় এসে!
চর্ব্য চোষ্য লেহ্য পেয় কিংবা বাড়ি গাড়ি,
চলে আসে তোমার হাতে কষ্টরা দেয় আড়ি।

আমার বেলায় ভিন্ন হিসাব কিনি শ্রমের ঘামে, 
নুন ও পান্তা ফুরায় দুটো বেঁচেই থাকি নামে!
তিনবেলা ভাত পায় না খেতে কাঁপি ব্যথার জ্বরে,
চিকিৎসা আর শিক্ষাসেবা গেছেই কবে মরে!

সুখের ঘরে থেকে তুমি দুঃখকে যাও ভুলে,
চাও না নিতে দুঃখীর ব্যথা গাল পারো বাপ তুলে!
পারলে তুমি লুটো আমার শ্রম ও মেধা যত,
আঁকতে থাকো চিরটাকাল আমার বুকে ক্ষত!

কমেন্ট বক্স