Thikana News
২১ নভেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত বেড়ে ১৪

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত বেড়ে ১৪
পেরনামবুকো রাজ্যের রাজধানী হেসিফির উপকণ্ঠে জানগা এলাকায় তুমুল বৃষ্টির মধ্যেই ওই ভবনটি ধসে পড়ে। ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি আবাসিক ভবন ধসে পড়ার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।

নিখোঁজ সর্বশেষ ব্যক্তির মৃতদেহ উদ্ধারের পর শনিবার তারা দুর্ঘটনায় নিহতের এ চূড়ান্ত সংখ্যা জানান।

৭ জুলাই (শুক্রবার) পেরনামবুকো রাজ্যের রাজধানী হেসিফির উপকণ্ঠে জানগা এলাকায় তুমুল বৃষ্টির মধ্যেই ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভবনটি ধসে পড়ার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রায় ১৫ লাখ বাসিন্দার উপকূলীয় শহর হেসিফিতে গত কয়েকদিন ধরেই ভারি বৃষ্টি হচ্ছে।

অ্যাপার্টমেন্ট ভবন ধসের ঘটনায় শুক্রবারই ৮ মৃত্যুর খবর নিশ্চিত করেছিল কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ড্রোন ফুটেজে চারতলা অ্যাপার্টমেন্ট ভবনটি ভেঙে পড়ার পর দমকল কর্মী ও উদ্ধারকর্মীদের জোর তৎপরতা চালাতে দেখা গেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে, তখন অনেক বাসিন্দাই সম্ভবত ঘুমিয়ে ছিলেন।

তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, বলেছেন বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা।

ভবন ধসে নিহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে টুইট করেছেন পেরনামবুকোর গভর্নর হ্যাকাও লিরা। রাজ্য সরকার হতাহতদের পরিবারকে সব ধরনের সহায়তা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

এসআর

কমেন্ট বক্স