Thikana News
২৮ অক্টোবর ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫


এমআরআই পরীক্ষা করেছেন ট্রাম্প, দাবি সবকিছু পারফেক্ট আছে

এমআরআই পরীক্ষা করেছেন ট্রাম্প, দাবি সবকিছু পারফেক্ট আছে ছবি : সংগৃহীত



 
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি সম্প্রতি ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে একটি এমআরআই স্ক্যান করিয়েছেন। চলতি বছরে, এটি তার দ্বিতীয় মেডিকেল পরীক্ষা। 

প্রেসিডেন্ট ট্রাম্প এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের বলেন, 'হ্যাঁ, আমি এমআরআই করিয়েছি। সব কিছুই পারফেক্ট ছিল। আমি আপনাদের পুরো ফলাফল দেখিয়েছি।'

৭৯ বছর বয়সী ট্রাম্প, যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বয়সী প্রেসিডেন্টদের মধ্যে একজন, এমআরআই করার কারণ প্রকাশ করেননি এবং সাংবাদিকদের নির্দেশ দিয়েছেন 'ডাক্তারদের জিজ্ঞেস করুন'। 

তিনি আরও বলেন, 'ডাক্তাররা আপনাদের খুবই স্পষ্ট রিপোর্ট দিয়েছেন—কেউ এ ধরনের রিপোর্ট আগে দেয়নি। যদি ফলাফল ভালো না হতো, আমি আপনাদের জানাতাম।' 

এর আগে, হোয়াইট হাউস জানিয়েছিল যে ট্রাম্পের পায়ে ফোলা নিয়ে পরীক্ষা করা হয়েছিল এবং তার শরীরে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি রোগ নির্ণয় করা হয়েছে। এছাড়াও তার ডান হাতের চোট বা নীলচে দাগ নিয়ে সাংবাদিকরা আগেও প্রশ্ন তুলেছেন। 

হোয়াইট হাউসের চিকিৎসক ডা. শন বারবাবেলা জানিয়েছেন, হাতের দাগগুলোর কারণ প্রচুর হাত মেলানো ও অ্যাসপিরিন ব্যবহারের সংমিশ্রণ, যা সহজে চোট বা নীলচে দাগ তৈরি করতে পারে।

সূত্র: সিএনএন নিউজ। 

ঠিকানা/এএস 

কমেন্ট বক্স