Thikana News
২৫ এপ্রিল ২০২৫
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

অবরুদ্ধ পথে

অবরুদ্ধ পথে
একটি ভুলের মাশুল দিতে
এতটাই যন্ত্রণা হবে পেতে?
কাছে পাবার চাইনি তোমায়
ভালোবাসার স্নিগ্ধ ছোঁয়া চেয়েছি
অলস দুপুরে গুনগুন সুরে
তোমার মাঝে মাতাল হয়েছি
তুমি বুঝতে চাওনি আমার হৃদয়
হয়তো চেয়েছ তোমার না শুধাতে
কেন অবরুদ্ধ করেছ হৃদয়ক্ষরণ
আমায় ভুল বুঝে চলে গেছ
তিরস্কার করে পর্বতের অটল ভালোবাসা
ভেবেছি ভুল ভাঙবে সে প্রাচীরের
মিথ্যে নিয়ে আশার জয়
আমার ছিলে বলে কল্পনার জগতে ছিল না ভয়
হয়তো কখনোই অবিচ্ছেদ করতে পারিনি সংশয়
তোমার বারবার ফিরে আসার মাঝে করেছি অবহেলা
মন মাতানো রঙিন খেয়ায় ভাসছ এখন সারা বেলা
বড় ক্লান্ত হৃদয় পারে না অবহেলার ট্রেনের যাত্রী হতে
সবকিছুর সারাংশ নিয়ে পড়ে আছি এই মর্তে
 

কমেন্ট বক্স