Thikana News
০৫ ডিসেম্বর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

প্রাইমারিতে জিতলেন শাহানা ও শেখর

প্রাইমারিতে জিতলেন শাহানা ও শেখর
নিউইয়র্ক সিটির ডেমোক্রেটিক প্রাইমারি নির্বাচনে বাংলাদেশি শাহানা হানিফ বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ডিস্ট্রিক্ট-২৫ থেকে দক্ষিণ এশিয় শেখর কৃষ্ণান পুনঃনির্বাচিত হয়েছেন। বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস,  উডসাইড ও এলমহার্স্ট এলাকা ডিস্ট্রিক্ট-২৫ থেকে প্রাইমারিতে বিজয়ী হয়েছেন শেখর কৃষ্ণান। তিনি পেয়েছেন শতকরা ৬৪ ভাগ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্যাসিকো পেয়েছেন শতকরা ২৪ ভাগ ভোট।
সিটি কাউন্সিল মেম্বর পদে বাংলাদেশি বংশোদ্ভূত শাহানা হানিফ ব্রুকলিনের ডিস্ট্রিক্ট-৩৯ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 
এদিকে কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি হিসাবে মিলিন্ডা কাটজ প্রাইমারিতে পুনঃনির্বাচত হয়েছেন। তিনি পেয়েছেন শতকরা ৭১ ভাগ ভোট। তার বিপরীতে নিজ দলের অন্য প্রার্থী ছিলেন জর্জ গ্রাসে ও ডেভিয়েন ডানিয়েলস।
নভেম্বরে সিটির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ডেমোক্রেট দলীয় প্রার্থীরা রিপাবলিকানদের বিরুদ্ধে লড়বেন। সিটিতে শতকরা ৭৫ ভাগ ভোটার রেজিস্টার্ড ডেমোক্রেট হওয়ায় প্রাইমারিতে বিজয়ীরাই বিজয়ের মালা পড়ে থাকেন। এ বিবেচনায় ডেমোক্রেট প্রার্থীদের বেলায় প্রাইমারি নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। 
গত ২৭ জুন মঙ্গলবার সিটির কাউন্সিল ডিস্ট্রিক্টের ১৭টিতে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমেন্ট বক্স