Thikana News
২২ অক্টোবর ২০২৪
  1. ই-পেপার
  2. চলতি সংখ্যা
  3. বিশেষ সংখ্যা
  4. প্রধান সংবাদ
  5. আমেরিকার অন্দরে
  6. বিশ্বচরাচর
আমেরিকা মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪


 

বিখ্যাত মার্কিন র‌্যাপার লিল জনের ইসলাম গ্রহণ

বিখ্যাত মার্কিন র‌্যাপার লিল জনের ইসলাম গ্রহণ ছবি সংগৃহীত


রমজানের প্রথম জুমায় ইসলাম গ্রহণ করেছেন বিখ্যাত মার্কিন র‌্যাপার ও প্রযোজক লিল জন। ক্যালিফোর্নিয়ার একটি মসজিদে তিনি ইসলাম গ্রহণ করেন। রোববার (১৭ মার্চ) ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে যান তিনি। সেখানে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন বিখ্যাত এ র‌্যাপার।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, লিল জন প্রথমে আরবিতে শাহাদাত তথা কালিমা উচ্চারণ করেন। এরপর তিনি ইংরেজিতে কালেমা পাঠ করেন। এ সময় মসজিদের ইমাম তাকে তত্ত্বাবধান করেন।

বিখ্যাত এ মার্কিন র‌্যাপার জর্জিয়ার আটলান্টায় ১৯৭২ সালে জন্মগ্রহণ করেন। তার আসল নাম জনাথন এইচ স্মিথ। আমেরিকান লেখক ও অ্যাক্টিভিস্ট শস কিংয়ের পর লিল জন দ্বিতীয় বিখ্যাত মার্কিনি, যিনি রজমানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণ করেন।

লিল জন ২০০০ সালের শুরুর দিকে হিপ হপ সংগীতের বাণিজ্যিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি ক্রঙ্ক গ্রুপ লিল জন এবং ইস্ট সাইড বয়েজের ফ্রন্টম্যান ছিলেন, যার সঙ্গে তিনি পাঁচটি অ্যালবাম প্রকাশ করেছেন।

ঠিকানা/এনআই

কমেন্ট বক্স